রাজধানীতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে খুন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মিরপুরে ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর ১২টার দিকে রূপনগর আবাসিক এলাকার ছয় নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জাফরুল হক (৫০) ‘হোমস টেক’ নামের একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত ছিলেন বলে স্বজনরা জানিয়েছে।
নিহতের ভাইয়ের স্ত্রী রীনা বেগম এবিসি নিউজ বিডিকে বলেন, দুপুর ১২টার দিকে ড্রয়িং রুমে ঢুকে এক যুবক জাফরুলকে গুলি ছোড়ে। পরে ওই যুবক বাইরে থাকা অন্য যুবকের সঙ্গে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।
হামলার সময় সাত তলা ভবনের নিচতলায় বসার ঘরে ছিলেন জাফরুল।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা এবিসি নিউজ বিডিকে বলেন, প্রধান ফটকের সঙ্গে ড্রইং রুমের দরজা। প্রধান ফটক ও দরজা দুটি ওই সময় খোলা ছিল।
জাফরুলকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় স্কয়ার হাসাপাতালে। সর্বশেষ দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, জাফরুল মারা গেছেন।
দুই সন্তানের জনক জাফরুলের ভাই অলিউল হক মিন্টু পল্লবী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি সাংবাদিকদের বলেন, পল্লবীর একটি ইউনিট আওয়ামী লীগের সদস্য ছিলেন জাফরুল।
অলিউল বলেন, কিছুদিন কয়েকজন সন্ত্রাসী তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না- তা বুঝতে পারছেন না নিহতের ভাই।
পুলিশ পরিদর্শক মাহবুবে খোদা বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।