যাত্রা শুরু গ্রামীণফোন থ্রিজির

GP_3G_Launching grameenphone গ্রামীণফোন ৩জিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর কিছু এলাকায় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা (থ্রিজি) চালু করল দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

রোববার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় জিপি হাউজে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্ভোধন করেন।

সাহারা খাতুন বলেন, “গ্রামীণফোনের থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।”

গ্রামীণফোন দ্রুত সারা দেশে থ্রিজি সেবা পৌছে দেবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, “দেশের প্রত্যান্ত অঞ্চলের গ্রাহকরা যাতে সুলভমূল্যে এ সেবা পায় সে বিষয়েও গ্রামীণফোনকে উদ্যেগী হতে হবে।”

গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডিক বাকসাস অনুষ্ঠানে বলেন, নতুন এই মোবাইল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা নতুন নতুন সেবা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্রগ্রামে থ্রিজি সেবা চালু হয়ে যাবে। আর চলতি বছরের মধ্যে সব বিভাগীয় শহর এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে ৬৪টি জেলায় থ্রিজি প্রযুক্তি পৌঁছে দেবেক গ্রামীণফোন।

নরওয়ের রাস্ট্রদূত রাগনে বিরটে লান্দ, বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদসহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত জুলাই পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি।

গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণ ফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।

নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে চার প্রতিষ্ঠানই ইতোমধ্যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা দেয়ার লাইসেন্স পেয়েছে। রবি ইতোমধ্যে ঢাকা ও চট্রগ্রামে পরীক্ষামূলক থ্রিজি কাযক্রম শুরু করেছে।

বেসরকারি এর চার অপারেটর জানিয়েছে, গ্রাহকরা তাদের পুরনো সিমের প্যাকেজ বদলালেই থ্রিজি সেবা পাবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ