প্রধানমন্ত্রী বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন

khondokar mosharrof hossen খন্দকার মোশাররফ হোসেনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মত বিশ্বনেতাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের।

রোববার দুপুরে সিলেটে খালেদা জিয়ার জনসভাস্থল পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির এ সদস্য সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ মাঝে মাঝে আলোচনার কথা বলে দেশের মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে তেমনি বিশ্বনেতাদের সামনে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।”

আগামী ৫ অক্টোবর সিলেট যাওয়ার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।

খন্দকার মোশাররফ বলেন, প্রধানন্ত্রীসহ সবাই জানেন শুধু বিএনপি নয় ১৪ দলীয় জোটের শরিকরাও দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

বিএনপি আওয়ামী লীগের চেয়েও বেশি নির্বাচনমুখী দাবি করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “তবে সে নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।”

দেশের আপামর জনসাধারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। সরকার এ দাবিকে অগ্রাহ্য করে একতরফাভাবে নির্বাচন করতে চায়, বলেন মোশাররফ।

একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই গণতন্ত্রসহ দেশের সার্বিক সঙ্কট উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি এ নেতা।

খন্দকার মোশাররফ বলেন, সিলেটের জনসভা থেকেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ