সিলেটে ব্যাংকের এক কোটি টাকা ছিনতাই
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ সিলেটের দক্ষিণ সুরমায় একটি বেসরকারি ব্যাংকের কর্মচারীর কাছ থেকে এক কোটি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ব্যাংককর্মীরা জানান।
ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথের কাস্টমার সার্ভিস ম্যানেজার গওহর আলতাফ চৌধুরী জানান, তিনি এবং গাড়ি চালক সোহেল আহমদ ব্যাংকের বন্দরবাজার শাখা ও দক্ষিণ সুরমা শাখা থেকে ৫০ লাখ করে মোট এক কোটি টাকা একটি ব্যাগে নিয়ে মাইক্রোবাসে করে বিশ্বনাথ শাখায় যাচ্ছিলেন।
বিকাল সাড়ে ৩টার দিকে অতিরবাড়ি পৌঁছলে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী তাদের মাইক্রোবাসকে আটকে ছুরির ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত বলেন, ঘটনাস্থলে দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে তারা কথা বলেছেন। এরা হলেন ফয়েজ আহমেদ ও সিরাজুদ্দিন।
তারা ওসিকে জানান, হঠাৎ একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল থেমে যেতে দেখে তারা দুর্ঘটনা ঘটেছে ভেবে ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন মোটরসাইকেলে আসা লোকজন ছুরির ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে।