প্রধানমন্ত্রী ফিরেছেন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে ছিলেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
এদিকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে বিমান বন্দরসহ বিভিন্ন সড়কে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থানের কারণে বিকাল থেকে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।
দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য সাউথ সাউথ পুরস্কার লাভ করায় শেখ হাসিনাকে ‘নাগরিক গণসংবর্ধনা’ দিচ্ছে ক্ষমতাসীন দল।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।
২৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি।
এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।