৫৯ বিদেশী বন্ধু ও একটি প্রতিষ্ঠান বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাচ্ছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাচ্ছে ৫৯ বিদেশী বন্ধু ও একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই সম্মাননা পদক বিতরণ করা হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পদক বিতরণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ.বি তাজুল ইসলাম এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা, কে এইচ মাসুদ সিদ্দিকী, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলঅম এসময় উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী জানান, মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশেষ অবদান রাখার জন্য ইতিমধ্যে ২৭৮ জন বিশিষ্ট ব্যাক্তিকে ইতিমধ্যে বাংলাদেশ মক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়েছে। আর আগামীকাল বর্তমান সরকারের সময়ে শেষবারের মত ৫৯ বিদেশী বন্ধু ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ মক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।
বাংলাদেশ মক্তিযুদ্ধ সম্মাননার জন্য এবার মনোনীত হযেছেন- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পারভেজ আহমেদ এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত গুলজারিলা নানদা ভারত রত্না। এছাড়া মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পাচ্ছেন ৫৭ জন বিদেশী বন্ধুসহ আফ্রো এসিয়ান পিপলস্ সোলিডারিটি অর্গানাইজেশন।