নারীর অগ্রযাত্রায় বাধা নয়, শ্লোগানে মানববন্ধন
হাবিব উল্যা জহির, এবিসি নিউজ বিডি, লক্ষ্মিপুরঃ নারীর অগ্রযাত্রা, ধর্র্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক”এ বিষয় নিয়ে আজ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুরে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
২৫ কিলোমিটার দীর্ঘ এ মানব বন্ধনটি লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার হতে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার পর্যন্ত হাজার হাজার নারী পুরুষের স্বতস্ফ’র্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান মানববন্ধন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্যা মো: মঞ্জুরুল করিম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থী,সাংবাদিক সহ সকল স্তরের জনগণ এতে অংশ গ্রহন করেন।