গ্রামীণ ব্যাংকের পিছু ছাড়ছে না সরকার

Grameen Bank dr. muhhad yunus মুহাম্মাদ ইয়ুনুসসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গ্রামীণ ব্যাংকের পিছু ছাড়ছে না সরকার। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভায় গ্রামীন ব্যাংকের আইনের খসড়া উত্থাপিত হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন সময়ে সাংবাদিকদের এই আইনের খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপিত হবে বলে জানিয়েছিলেন।
সোমবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্ত্রনালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের বিষয়টির সত্যতা স্বিকার করে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বর্তমান সরকারের মেয়াদেই গ্রামীণ ব্যাংক আইন হবে। এই লক্ষে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩-এর খসড়া উপস্থাপিত হতে যাচ্ছে।
গ্রামীণ ব্যাংক আইনের খসড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, অধ্যাদেশে যা আছে, আইনেও তা থাকবে। খুব বেশি পরিবর্তন করা হবে না। তবে গ্রামীণ ব্যাংককে নির্দিষ্ট সময়ের জন্য কর অবকাশের সুবিধা দেওয়া হবে।
আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আজ জমা পড়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত কমিশনের চেয়ারম্যান যোগাযোগ করেননি। কাল-পরশুর মধ্যে তা জমা পড়তে পারে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদে আইনটি পাস করা সম্ভব হবে না। তবে আইনটি সরকার চ’ড়ান্ত করে যাবে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আগে জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদে আর্থিক প্রতিবেদন আইন-২০১৩ সংসদে পাস করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ