সমঝোতার পথে পলিটেকনিক ছাত্র আন্দোলন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চার দিন ধরে চলমান পলিটেকনিক ছাত্র আন্দোলন সমঝোতার পথে এগুচ্ছে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রনালয় ও শিক্ষা মন্ত্রনালয়ের সচিব। এখন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ররা চাকরীতে প্রবেশের সময় সাব এ্যাসিষ্ট্যান্ট ইঞ্জিনিয়র হিসেবে পদায়িত হবেন। তারা বলেছেন, সম্পূর্ন ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলনের সুত্রপাত হয়েছে। তবে ইনিষ্টিটিউশন আব ডিপ্লোমা ইঞ্জিনিয়রস বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক আন্ত-মন্ত্রনালয়ের সুপারিশ বাস্তববায়নে দীর্ঘ সময় ক্ষেপপনেনর কারণে এই ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন।
সোমবার দুপুরে সচিবালয়ে পূর্ত মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সারাদেশে চলমান পলিটেকনিক ইনিষ্টিটিউট ছাত্র আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়রস্ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে পূর্ত মন্ত্রনাালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন ও শিক্ষা সচিব কামাল আব্দুল নাসে চৌধুরী সাংবাদিকেদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথঅ বলতে গিয়ে এসব তথ্য জানান।
পূর্ত সচিব জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। ডিপ্লোমা পাস করে তারা সুপারভাইজার পদে নিয়োগ পাবেন এটা ভুল ধারনা। সুপারভাইজার পদটি মূল অর্গগানোগ্রামের কোনো পদ নয়।
শিক্ষা সচিব বলেন, সম্প্রতি পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতার ঘটনা ঘটেছে। এটা দীর্ঘদিনের সমস্যার জন্য। সমস্যাগুলো পূর্ত মন্ত্রণালয় থেকে সমাধান করা হবে। এছাড়া তাদের বিভিন্ন দাবি পূরণ করা হবে। আশাকরি শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে।
তিনি বলেন, কয়েকদিন ধরে যারা আন্দোলন করছেন এবং পরীক্ষা দেয়নি, তারা যাতে করে আবার পরীক্ষা দিতে পারে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরো বলেন, এনিয়ে যে সমস্যা হয়েছে তার সমাধান খুব শিগগিরই হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোশিয়েসনে সাধারন সম্পাদক সামসুর রহমান বলেন, দাবি আদায়ে বেশি সময় ব্যায় করেছে সরকার। তাই এই আন্দোলনের সৃষ্টি হয়েছে।