পলিটেকনিক ছাত্রদের আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত

Polytechnic+students+protest_Tejgaon পলিটেকনিক ছাত্র আন্দোলনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরিতে প্রবেশের সময় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে পদায়িত হবেন’ সোমবার সরকারের এ ঘোষনার পূর্নাঙ্গ বাস্তবায়নসহ অন্যান্য দাবি বাস্তবায়নের সুযোগ দিয়ে পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্রদের চলমান আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রনাালয়ের সম্মেলন কক্ষে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দসহ পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে এই চলমান আন্দোলন ১৫ দিন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ছাত্র নেতারা সরকারেরর কাছে আজ (সোমবার) দুপুরে পূর্ত মন্ত্রনালয়ে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবিব জানান। সরকারের পক্ষ থেকে এ দাবি বাস্তবায়নের আস্বাস দেওয়া হলে ছাত্র নেতৃবৃন্দ চলমান আন্দোলনে আটক ছাত্রদের অনতিবিলম্বে মুক্তি ও আহতদের চিকিৎসার পাশাপাশি পরিক্ষা পিছিয়ে সকলকে নিয়ে নতুন তারিখ নির্ধারণের মাধ্যমে করার আহবান জানান। এতও সরকারের পক্ষ থেকে পূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন এবং শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সম্মতী জানান।
ছাত্র নেতৃবৃন্দ তাদের এই দাবি বাস্তবায়নে সরকারকে সময় দিয়ে তাদের আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করে।
এর আগে সোমবার দুপুরে পূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন ও শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দের সঙ্গে সচিবালয়ে পূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে করেন।
সরকারের পক্ষ থেকে এসময় বলা হয়, সম্পূর্ণ ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছে। তবে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক আন্তমন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘ সময়ক্ষেপণের কারণে এই ছাত্র আন্দোলনের সূত্রপাত বলে দাবি করেছেন।
পূর্ত সচিব জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। ডিপ্লোমা পাস করে তারা সুপারভাইজার পদে নিয়োগ পাবেন এটা ভুল ধারণা। সুপারভাইজার পদটি মূল অর্গানোগ্রামের কোনো পদ নয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ