সৌরশক্তিতে কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

world bank signing বিশ্ব ব্যাংক অনুদানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কৃষিতে সৌর শক্তিচালিত সেচ ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশকে এক কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক।

সোমবার রাজধানীতে বিশ্ব ব্যাংকের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে সরকার।

ঋণদাতা সংস্থাটি বলছে, এই প্রকল্পের আওতায় সৌর শক্তিচালিত এক হাজার তিনশ’র বেশি সেচ পাম্প বসানো হবে। তাতে ৬৫ হাজার বিঘা জমিতে ধান চাষে সেচের ব্যবস্থা হবে।

এতে পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা চালু হওয়ার পাশাপাশি ব্যয় কম হবে। তাছাড়া বছরে ৩২ লাখ ডলার অর্থও সাশ্রয় হবে।

সৌর শক্তিচালিত সেচ ব্যবস্থা চালু হলে ডিজেলের ওপর কৃষকের নির্ভারশীলতা কমে যাবে।

বিশ্ব ব্যাংকের পক্ষে বাংলাদেশে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিন কিমস এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান চুক্তিতে সই করেন।

এই প্রকল্পে মোট দুই কোটি ৪৫ লাখ ডলার দেবে বিশ্ব ব্যাংক, যার প্রথম ধাপে এক কোটি ডলারের চুক্তি হলো।

পল্লী বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন ২ প্রকল্পের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন কোম্পানি ইডকল এই প্রকল্প বাস্তবায়ন করবে। এতে বেসরকারি পৃষ্ঠপোষকতাও থাকবে।

বিশ্ব ব্যাংক বলেছে, পাম্প বসানো, কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বেসরকারি পৃষ্ঠপোষকদের দায়িত্বে থাকবে।

বিভিন্ন দাতা সংস্থা ও দেশের অর্থ সহায়তা নিয়ে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) বিশ্ব ব্যাংকের অনুদানের অর্থ যাবে। সেখান থেকেই সোলার পাম্প কেনার ৫০ শতাংশ অর্থ আসবে। আর বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেডেলপমেন্ট অ্যাসোসিয়েশন-আইডিএ দেবে ৩০ শতাংশ অর্থ, যা পাওয়া যাবে স্বল্প সুদে।

“সৌর শক্তিচালিত সেচ পাম্পের ব্যবহার ডিজেল আমদানির জন্য বাংলাদেশের বিদেশি মুদ্রার ব্যয় কমাবে,” বলেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি।

তাছাড়া পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে প্রতি বছর ১০ হাজার টন কার্বন নিঃসরণ কমে আসবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ