রায়ের আগে ব্লগে রায়ের যে কপি প্রকাশ হয়েছে তা ডাহা মিথ্যা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুদ্ধাপরাধে অভিযুক্ত সাকা চৌধুরীর বিচারের আগে ব্লগে যে রায়ের কপি প্রকাশ হয়েছে, তা ডাহা মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খালেদা জিয়াকে এই রায়ে সমর্থন দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তথ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়ানোর কথা উল্লেখ করে বলেন, সাকা চৌধুরীর বিচারের আগে ব্লগে যে রায়ের কপি প্রকাশ হয়েছে এটা ডাহা মিথ্যা ও অপপ্রচার মাত্র। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিটিআরসি পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্ত শুরু করেছে বিটিআরসি।
তথ্যমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের নিয়ে ব্লগটিতে প্রচারণা চালানো হচ্ছে, সচিবালয়ের অষ্টম তলায় বসা আইন সচিবের কম্পিউটার অপারেটর আলম সোমবার এ রায় কম্পোজ করেছেন। বাস্তবে আলম নামে কোনো কম্পিউটার অপারেটর আইন মন্ত্রণালয়ে নেই। তাছাড়া, আইন সচিব আষ্টম তলায় বসেন না, বসেন ষষ্ঠ তলায়। অতএব, এতে প্রমাণিত হয়, এ প্রচারণা সম্পূর্ণ মিথ্যা।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি অনুরোধ করে ইনু বলেন, খালেদা জিয়া যেন এ রায়কে স্বাগত জানান ও রায় বাস্তবায়নের অভিপ্রায় প্রকাশ করেন। তিনি ববলেন, বিএনপি নেত্রী যদি নীরবতা অবলম্বন করেন, তাহলে সেটা আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদার প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, তার উচিত হবে যুদ্ধাপরাধীদেরকে দল থেকে বহিষ্কার করা।