রায়ে সরকার খুশি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিরুদ্ধে ফাঁসির রায়ের পর আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেছেন, ‘এ রায়ে সরকার খুশি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রমান হয়েছে কেউই আইনের উর্ধ্বে নয়। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরের সম্মেলন কক্ষে আইন প্রতিমন্ত্রী হিসেবে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারের মাধ্যমে জাতির আশা আকাঙ্খার প্রতিফলন হয়েছে। সরকার এ রায়ে খুশি হয়েছে।
তিনি বলেন, রায় ঘোষনা হওয়ার আগে বিভিন্ন সামাজিক ব্লগে রায়ের কপি প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেন, যারা এ কাজ কারেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিটিআরসিকে অভিযোগ করা হয়েছে। আশা করি দুই একদিনের মধ্যে এ ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করা যাবে। এর পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন আইন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিবের শাহ আলগীর নামে কোনো কম্পিউটার অপারেটর নাই। মামলা বিচারাধীন থাকা অবস্থায় সাকা চৌধুরী আদালতে বিভিন্ন সময় দম্ভ দেখিয়েছেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হল, যতই অহমিকা করুক না কেন, কেউই আইনের উর্ধ্বে নয়।