পিঁয়াজের দাম বাড়ছেই

Piazসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীসহ সারা দেশে খোলা বাজারে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পিঁয়াজ বিক্রির উদ্যোগের পরও দাম কমছে না পিঁয়াজের। চলতি সপ্তাহে খুচরা বাজারে কেজিতে আরো ১০ টাকা বেড়েছে। দেশের পাইকারী বাজারগুলোতেও কেজিতে প্রায় ৫ থেকে ৮ টাকা বেড়েছে।
প্রায় দু’মাস আগে মূল্য কমাতে টিসিবির উদ্যোগে সারা দেশে খোলা বাজারে পিঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়। কেজি প্রতি ৪৭ টাকা দাম নির্ধারণ করা হয়। টিসিবির এ উদ্যোগের দেড় মাস পর খোলা বাজারেও দাম বৃদ্ধি করা হয়। ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজির দাম ৫২ টাকা পূননির্ধারণ করা হয়।
টিসিবির খোলা বাজারে বিক্রির এমন উদ্যোগের পরও পিঁয়াজের দাম নিয়ন্ত্রনে রাখা যাচ্ছে না। বরং দিন দিন বেড়েই চলেছে। চলতি সপ্তাহে পিঁয়াজের দাম পাইকারী বাজারে কেজিতে প্রায় ৫ থেকে ৮ টাকা এবং খুচরা বাজারে প্রায় ১০ টাকা বেড়েছে। পাইকারী বাজারে এখন প্রতি কেজির দাম ৬৫ থেকে ৭০ টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজির দাম ৭৫ থেকে ৮০ টাকা।
এব্যাপারে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন করির প্রাইম নিউজকে জানান, স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে পিঁয়াজের দাম রাখার জন্য টিসিবি দু’মাস আগে বাজারের চেয়ে কম মূল্যে খোলা বাজারে পিঁয়াজ বিক্রির উদ্যোগ নেয়। তিনি বলেন, বিক্রির স্থান আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হয়তো স্থান বাড়ানো গেলে দাম নিয়ন্ত্রন আসবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ