আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ রায় লিখে দেওয়ার জন্য

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : ৭১’এ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ। আমার বিরুদ্ধে রায় লিখে দেওয়ার জন্য।’ মঙ্গলবার ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার করেন।

রায় পাঠ শুরুর আগে সাকা চৌধুরীকে যখন আদালতের এজলাসে উঠানো হয় তখন তিনি হাসিমুখেই ছিলেন। বিচারপতিরা বেঞ্চ বসার পর রায় ঘোষণা শুরুতেই তিনি বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের রায় পড়া হচ্ছে সহিহ হাদিস।’

প্রথম অভিযোগ পড়ে শেষ করার পর তিনি বলেন, ‘এটা প্রমাণিত। বাকিটুকু অনলাইনে দেখুন।’ তিনি বলেন, ‘দুইদিন ধরে রায়ের কপি অনলাইনে প্রকাশ পেয়েছে। এ রায় পড়া দরকার কি। রায় তো ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।’ রায় ঘোষণার মাঝে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে উচ্চস্বরে এই কথাগুলো বলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি আরও বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ আমার পক্ষে রায় দিয়েছে। আমি ছয়বারের এমপি। সেই আমি ট্রাইব্যুনালের কি রায় শুনবো!’

রায় বেলজিয়াম থেকে লিখে আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি নাকি ধানের কল চুরি করেছি। আমি তখন কী রকম গরিব ছিলাম বুঝেন।’ ১৭ নম্বর অভিযোগ পড়ার সময় তিনি বিচারপতিদের উদ্দেশ্য করে বলেন, ‘ঋতু পরিবর্তন হয়েছে, বন্ধুরা টের পাচ্ছে না। টের পাবে।’

তিনি বলেন, ‘আমি নাকি সাক্ষী আনতে ফেল করেছি। আমি ১২ জন সাক্ষীর তালিকা দিয়েছি। তার মধ্যে হাইকোর্টের একজন সিটিং জজও ছিল।’ ২৩ নম্বর অভিযোগ পড়ার সময় তিনি বলেন, ‘ছি ছি প্রসিকিউশন ফেল করেছে। এই অভিযোগ প্রমাণ করতে পারেনি। সাঈদী সাহেবের মত লোককে ফাঁসি দিয়েছেন আর আমি তো গোনাহগার। ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও।’ এর আগে সকাল ১০.৪০ মিনিটে এজলাসে হাজির করা হয় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ