রায়ের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর

pickup van fire পিকাপ ভ্যান আগুন সাকারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রায় ঘোষণার পর পরই বঙ্গবাজার এলাকায় গাড়ি ভাঙচুর করা হয়। এসময় তারা একটি পিকআপভ্যানে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিলে চালক নুরুল ইসলাম অগ্নিদগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। দুপুর দেড়টার দিকে শান্তিনগরে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে বংশালে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ধাওয়া দিলে তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিকাল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিকাল ৫টার দিকে মতিঝিল ইসলামী ব্যাংকের পাশে সাদা রঙের একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া বিকাল সাড়ে ৫টার দিকে নয়াপল্টনের নাইটেঙ্গেল মোড়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্ট্রো-গ ১১২৯৬৮) আগুন দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ