৫ আক্টোবর ভিটামিন এ ক্যাম্পেইন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ৫ আক্টোবর শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই দিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি নীল ক্যাপসুল ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ১টি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে প্রায় ২ কোটি ১০ লাখেরও বেশি শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন দিবসে ভিটামিন এ খাওয়ানোর সাথে সাথে একটি স্বাস্থ্য বার্তাও সকলকে পৌছে দেওয়া হবে। এবারের স্বাস্থ্য বার্তা হচ্ছে ‘জন্মের পর পূর্ন ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর জন্য সকলকে বলুন’।