সেবা খাতের জন্যও জাতীয় ট্রফি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পণ্য রপ্তানির ক্ষেত্রে অবদানের পাশাপাশি সেবা খাতের জন্যও ট্রফি প্রদান করার বিধান রেখে জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা ২০১৩’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যমান নীতিমালায় পণ্য রপ্তানির জন্য শুধুমাত্র ২৫টি ক্ষেত্রে ট্রফি দেয়া হয়। এই সীমা বাড়িয়ে ৩২টি কারা হয়েছে। পণ্যের পাশাপশি সেবাখাতকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। নারী উদ্যোক্তাদেরও গুরুত্ব দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্রফি প্রদানের ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স সুবিধা দেখা হবে। আগে শুধু ট্রফি দেয়া হলেও নতুন নীতিমালায় সনদ প্রদান করা হবে বলে জানান মোশাররাফ হোসাইন ভূইঞা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ