গ্যাস লাইনে আগুন, সড়ক বন্ধ

gazipur gas lineরিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাসের পাইপ লাইনে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি দোকান।

শুক্রবার সকালে এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তিতাসের সরবরাহ লাইনে ছিদ্র হওয়ায় গত কয়েকদিন ধরেই গ্যাস বের হচ্ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সেখানে হঠাৎ করে আগুন ধরে যায়।

কয়েক ফুট উঁচু আগুনের শিখা ছড়িয়ে পড়লে লাইনের পাশে মোস্তাক আহমেদের লেপ-তোষকের দোকান, আরিফ মিয়ার মুদি দোকান ও আব্দুল মজিদের ফ্লেক্সিলোডের দোকানসহ চারটি দোকান পুড়ে যায়।

এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে অপূর্ব বল জানান।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

অপূর্ব বলেন, কারো ফেলে দেয়া সিগারেট থেকে পাইপ লাইনের বেরিয়ে আসা গ্যাসে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পানেননি তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ