আহমদ জামান চৌধুরীর স্মরণ সভা ১৫ মার্চ

ঢাকা : বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, গীতিকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক ও সাপ্তাহিক চিত্রালীর সাবেক সম্পাদক আহমদ জামান চৌধুরীর স্মরণে আগামী ১৫ মার্চ শুক্রবার বিকাল ৩টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনের চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) উদ্যোগে বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

 

স্মরণ সভায় চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ চলচ্চিত্র সাংবাদিকরা প্রয়াত আহমদ জামান চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান, আহমদ জামান চৌধুরীর স্মরণ সভায় বাচসাসের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

 

গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ইবনে সিনা হাসপাতলে মৃত্যুবরণ করেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন আহমদ জামান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

 

আহমদ জামান চৌধুরী জন্ম ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর চাঁদপুরে। তিনি সমাজবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাস করেন। তার লেখা প্রথম কাহিনী ও চিত্রনাট্যর ছবি নতুন নামে ডাকো। অন্যান্য ছবির মধ্যে রয়েছে নাচের পুতুল, পীচ ঢালা পথ, মাস্তান, আগুন, বাদী থেকে বেগম, রাতের পর দিন, জাদুর বাঁশি, শেষ উত্তর, সুখ দুঃখের সাথী ইত্যাদি। তিনি চিত্রনাট্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

 

তার লেখা বিখ্যাত গানের মধ্যে পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, এক বুক জ্বালা বন্ধু তুমি, জাদু বিনা বাঁশি বাঁচিতে পারে না, মাগো তোর কান্না আমি সইতে পারি না, যেও না সাথী, ও দরিয়ার পানি তোর মতলব জানি, আপা কইসে আমারে বাল্য শিক্ষা কিনা দিবো, এই বৃষ্টি ভোজা রাতে চলে যেওনা, ওরেও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা ইত্যাদি।

 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি আহমদ জামান চৌধুরী ব্যক্তি জীবনে তিনি চিরকুমার ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ