সংসদ চালু রাখার দাবি ষড়যন্ত্রমূলক

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবরের পর চালাতে সরকারি দলের সংসদ সদস্যদের দাবির পেছনে ‘দুরভিসন্ধি’ রয়েছে বলে দাবি করেছে বিএনপি।

শনিবার এক সংবাদ সম্মেলনে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ২৪ অক্টোবরের পর সংসদ চলুক আর নাই চলুক- নবম সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় সরকারের ব্যবস্থা সংবিধানে সংযোজন করতে হবে।”

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নবম সংসদের ‘শেষ’ অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হলেও গত ৯ অক্টোবর সংসদে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্য তা আরো দীর্ঘ করার দাবি তোলেন।

এর প্রতিক্রিয়ায় ফারুক বলেন, “কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ চলবে। প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন সময়ে বলে এসেছেন, ২৪ অক্টোবর হবে নবম সংসদের শেষ দিন।

“কিন্তু বুধবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তোফায়েল সাহেবরা সংসদের অধিবেশন চালিয়ে যাওয়ার জন্য স্পিকারের কাছে দাবি করেছেন। আমরা মনে করি, নির্দলীয় সরকারের আন্দোলনকে ঠেকাতে জনগণকে বিভ্রান্ত করতেই সংসদ চালিয়ে যাওয়ার এই দাবি তোলা হয়েছে। এটা সরকারের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ বিশেষ।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।

দলীয় সরকার এবং সংসদ বহাল রেখে নির্বাচনে না যাওয়ার হুমকি রয়েছে বিএনপির। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুতে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।

নির্বাচনের সময় সংসদের অধিবেশন বসার সুযোগ না থাকায় মনে করা হচ্ছে, চলতি ১৯তম অধিবেশনই নবম সংসদের শেষ অধিবেশন।

বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, “এখন কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে সংসদ বর্ধিত করার কথা বলা হচ্ছে, তা জাতির কাছে আজ প্রশ্ন। ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই রকম বক্তব্য দেয়া হচ্ছে।”

সংসদের চলতি অধিবেশনেই নির্দলীয় সরকারের বিল তুলে তা পাসের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।

“২৩ অক্টোবর সংসদ অধিবেশন বসবে। আমরা এখনো আশা করি, আওয়ামী লীগ অতীতে যেভাবে পাঁচ মিনিটে একদলীয় বাকশালী ব্যবস্থা সংসদে পাস করেছে, এই দুদিনে তারা নির্দলীয় সরকারের বিল সংসদে পাস করানোর উদ্যোগ নেবে।”

২৪ অক্টোবরের পর সংসদ অধিবেশন চললে বিরোধী দল পদত্যাগ করবে কি না- প্রশ্ন করা হলে ফারুক বলেন, “এটা দলের নীতিনির্ধারক পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।”

সংসদ ভবনের মিডিয়ার সেন্টারে সংবাদ সম্মেলনে ফারুকের সঙ্গে ছিলেন বিএনপির সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন, আবুল খায়ের ভুঁইয়া, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ