চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে খালেদার শুভেচ্ছা

ঢাকা: চীনের নব নির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় তিনি তাদের এ অভিনন্দন জানান।

চীনের প্রেসিডেন্টকে জানানো শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়া বলেন, “গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।” তিনি বলেন, “বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমুখী।”

বিরোধীদলীয় নেতা বলেন, “আমি আপনার সঙ্গে ঢাকা ও বেইজিংয়ে একাধিক অনুষ্ঠানে সাক্ষাতের সুযোগ পেয়েছি। প্রতিটি সাক্ষাতেই আপনি নিশ্চয়তা দিয়েছেন যে, দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখা ও জোরদার করা হবে। আপনার প্রজ্ঞা ও গতিশীল নেতৃত্বে এই বন্ধন জোরদার হবে, বাংলাদেশের মানুষ এ বিষয়ে আত্মবিশ্বাসী।”

প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে জানানো শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়া বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও চীনের বিস্তৃত পরিসরে সাদৃশ্য রয়েছে, যা বৈশ্বিক শান্তি ও ঐক্য অর্জনে প্রাসঙ্গিক।”

বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হন শি জিনপিং। শুক্রবার প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হলেন লি কেকিয়াং।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ