ঢাকা দক্ষিণের ওয়েবসাইট হ্যাকড

dhakasouthcity hacked ঢাকা দক্ষিন সাইট হ্যাকডরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। সাইটটি এখন মেনটেইন অবস্থায় আছে।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট  www.dhakasouthcity.gov.bd এ ক্লিক করলে দেখা যায়, হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে একটি প্রাণীর মুণ্ডু দিয়েছে, যেটা দেখতে অনেকটা শুকরের মুণ্ডুর মতো।

তার উপর লেখা, সব মুসলিমের জন্য একটি উপহার (এ গিফট ফর অল মুসলিমস)।

আর তার নিচে লেখা রয়েছে, মিয়ানমার ঘোস্ট টিম এটা হ্যাক করেছে (হ্যাকড বাই মিয়ানমার ঘোস্ট টিম)

তবে ওই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটটি স্বাভাবিক পাওয়া যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ