হরতাল চলছে চাঁদপুরের কচুয়ায়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চাঁদপুরঃ কারা হেফাজতে দলের এক নেতার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার প্রতিবাদে বিএনপির ডাকে হরতাল চলছে চাঁদপুরের কচুয়া উপজেলায়।
হরতালের সমর্থনে উপজেলা সদরে শনিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করছে নেতা-কর্মীরা।
সকালে কুমিল্লা-চাঁদপুর সড়কের জগৎপুর ও কচুয়া-ঢাকা সড়কের পালাখাল এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে পিকেটাররা।
এছাড়া কচুয়া-কুমিল্লা-চাঁদপুর সড়কের সুবিদপুর এলাকায় রাস্তায় গাছের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। তবে পুলিশ গিয়ে সেখান থেকে পিকেটারদের হটিয়ে দেয়।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার এবিসি নিউজ বিডিকে বলেন,‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
হরতালের কারণে ঈদের পর সরকারি অফিস-আদালত খোলার আগের দিন দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে আটকে পড়েছে ঈদ করতে বাড়িতে আসা মানুষরা।
কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি দোলোয়ার হোসেন দুলাল শুক্রবার সকালে কারাবন্দি অবস্থায় কুমিল্লায় একটি হাসপাতালে মারা যান।
নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে শনিবার সকাল-সন্ধ্যা উপজেলায় হরতাল ডাকে বিএনপি।