প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার বসছেন এরশাদ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর রোববার তার সঙ্গে বৈঠকে বসছেন মহাজোটের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে এবিসি নিউজ বিডিকে বলেন, “গণভবনে রাত ৮টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।”
জাতির উদ্দেশে দেয়া ভাষণে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব রেখে তাতে অংশ নিতে আন্দোলনরত বিএনপির প্রতি আহ্বান জানান।
এর একদিনের মাথায় এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় জাতীয় পার্টি।
তারা বলেছে, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব ‘স্পষ্ট’ হয়নি। ওই সরকারের প্রধান কে হবেন, সবার সমান সুযোগ নিশ্চিত হবে কি না- তা আরো স্পষ্ট করা উচিত ছিল।
আর তা না হলে ওই সরকারে জাতীয় পার্টি অংশ নেয়ার সিদ্ধান্তও নিতে পারছে না বলে জানিয়েছেন দলটি।
বর্তমানে মহাজোটে থাকলেও এরশাদ বেশ কিছুদিন ধরে জোট ছাড়ার কথা বলে আসছেন। ওই ঘোষণা ‘যথাসময়ে’ দেয়া হবে বলে জানিয়ে আসছেন তিনি।
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়েও সমালোচনামুখর সাবেক এই রাষ্ট্রপতি। তার আশঙ্কা, এতে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে।