খালেদার প্রস্তাব তত্ত্বাবধায়ক পুনরাবৃত্তি

Hanif হানিফরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাব পর্যালোচনা করে তা তত্ত্বাবধায়ক সরকার পুনরাবৃত্তি বলে জানালো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসন তার প্রস্তাব তুলে ধরার কিছুক্ষন পর প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এবিসি নিউজ বিডিকে একথা জানান।

রাজনৈতিক বিরোধের মধ্যে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে  নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একটি প্রস্তাব দেন খালেদা জিয়া।

তিনি ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে আগামী নির্দলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার মধ্যে পাঁচজনের নাম প্রস্তাব করবে বিএনপি এবং পাঁচজনের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ।

এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ