সংসদে যাবো কি না বিকালে জানাবো

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিএনপি।

বুধবার সকালে  বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “সংসদ নেতা ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২৪ অক্টোবর নবম সংসদের শেষ দিন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও এই সিদ্ধান্ত ছিল।

“অধিবেশন আরো  চালিয়ে নিতে আজ বিকাল ৩টায় আবার ওই কমিটি বৈঠকে বসবে। কার্য উপদেষ্টা কমিটির ওই বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নেবো কবে সংসদে যাবো।”

টানা ১৩ দিন মুলতবির পর  বিকাল সাড়ে ৪টায় বসছে সংসদ অধিবেশন। এর আগে বিকাল ৩টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি বৈঠক বসবে। সেখানে সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৯ অক্টোবর অধিবেশন মুলতবি করেন স্পিকার।বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ১৯তম অধিবেশন শুরু হয়। ওই দিন কার্য উপদেষ্টা কমিটি ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।

এরপর দিন থেকে দশম সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে এই নির্বাচন হবে।

রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তাদের এ অবস্থান জানান।

তিনি বলেন, “গতকাল গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সভা  হয়। ওই বৈঠকটি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।”

ওই সভা আবার কখন কোথায় হবে জানতে চাইলে ফারুক বলেন, “এটা এখনো ঠিক হয়নি। নেত্রী যেখানে বলবেন সেখানেই হবে। এজন্য বিরোধী দলীয় সাংসদদের ঢাকায় থাকতে বলা হয়েছে।”

সংসদে গেলে নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব মুলতবি প্রস্তাব আকারে আলোচনার জন্য নোটিশ দেয়া হবে কি না জানতে চাইলে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন,“এই বোকামির কাজ আমরা করব না। কারণ  আসন সংখ্যা হিসেবে আমরা একেবারেই নগণ্য। সংসদে মুলতবি প্রস্তাব দিলে তা ভোটে নাকচ হয়ে যাবে। তাই নির্দলীয় সরকার কিংবা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আমরা দেবো না।”

বিরোধী দলীয় নেতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব বিরোধী সাংসদরা সমর্থন করেছেন জানিয়ে তিনি বলেন,  সংসদ গেলে তাদের বক্তব্যে বিষয়টি উঠে আসবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ