লক্ষ্মীপুরে ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

current net কারেন্ট জালরিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ প্র্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে জাল গুলো উপজেলার মজুচৌধুরীরহাট ঘাটে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: ১৩ থেকে ২৩ অক্টোবর ইলিশ প্রজননের ভরা মৌসুম। এ ১১ দিন চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চরআলেকজান্ডার পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। এটি কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ