নভেম্বরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে

electricity বিদ্যুৎসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী নভেম্বরের মাঝামাঝিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’র ৬৪তম বৈঠকে এ তথ্য দেয় মন্ত্রণালয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, শামসুর রহমান শরীফ, রাশেদা বেগম হীরা, বি এম মোজাম্মেল হক এবং খালিদ মাহ্মুদ চৌধুরী।

বৈঠকে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতির উপর আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত নতুন ৫৭টি বিদ্যুৎ কেন্দ্র কমিশনিং হয়েছে। এসব কেন্দ্রের মোট ক্ষমতা ৪৪৩২ মেগাওয়াট। এছাড়া ৬৪১৯ মেগাওয়াট ক্ষমতার আরো ৩২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

বৈঠকে আরো জানানো হয়, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৭১৩ মেগাওয়াট যা নভেম্বরের মাঝামাঝিতে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। বৈঠকে কমিটি বিদ্যুতের বকেয়া বিল দ্রুত আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার সুপারিশও করা হয়।

বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানী ও খনিজ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ