ঢালাওভাবে নাস্তিক বলা দুঃখজনক: ড. মিজান

Mizanঢাকা: শাহবাগের গণজাগরণ মঞ্চের তরুণদের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মন্ত্যবের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “ঢালাওভাবে নাস্তিক বলা দুঃখজনক। নতুন প্রজন্ম এবং জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ব্যাপারে দায়িত্বশীলদের কাছে এ ধরনের বক্তব্য অনাকাঙ্খিত।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংলাপের ব্যাপারে সরকারি দল ও বিরোধী দল পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন কিনা এ ব্যাপারে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “সংলাপের সামান্য সম্ভাবনা থাকলেও এ সুযোগকে কাজে লাগানো প্রয়োজন।”

আলোচনার টেবিলে বসলেই বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত আসবে বলে মনে করেন তিনি। বিরোধীদলের ওপর পুলিশি নির্যাতনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশকে চরম ধৈর্য্যের পরিচয় দিতে হবে। যদি নিজের জীবন বিপন্ন হয়, কেবল তখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তিনি বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা সজাগ থাকবো।”

জামায়াত শিবিরের  রাজনীতি নিষিদ্ধের গণতান্ত্রিক অধিকার নিয়ে কেউ সহিংসতা ও অগণতান্ত্রিক আচরণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ড. মিজান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “উসকানি দিয়ে কেউ দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।”

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারির সভাপতিত্বে কোয়ান্টাম ফাউন্ডেশনের ১০ম ও ২৫তম ব্যাচের রক্তদানকারীদের সন্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. এমরান কবির চৌধুরী ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ড. পরেশ চন্দ্র মন্ডল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ