চট্টগ্রামে অনুমতি দুই দলকেই

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্টগ্রামে বিএনপিকে লালদীঘির পরিবর্তে কাজীর দেউরীতে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

একইসঙ্গে আওয়ামী লীগকেও স্থান বদলে শহীদ মিনারে সমাবেশ করতে বলেছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে উভয় দলের নেতাদের এই সিদ্ধান্ত জানানো হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান এবিসি নিউজ বিডিকে বলেন, দুইপক্ষের নেতাদের মৌখিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। রাতের মধ্যেই অনুমতির আদেশের লিখিত অনুলিপি তাদের দেয়া হবে।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল এবিসি নিউজ বিডিকে রাতে বলেন, “শুক্রবার বিকাল তিনটায় শহীদ মিনারে আমাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।”

পুলিশের সঙ্গে এবিষয়ে টেলিফোনে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দলের কেউই লালদীঘির মাঠ দখল করবে না এ শর্তে অনুমতি দেয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকেও কাজীর দেউরী মোড়ে বেলা তিনটায় সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান শুক্রবারে কাজীর দেউরীর সমাবেশ সফল করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার রাতে এবিসি নিউজ বিডিকে বলেন, কাজীর দেউরী মোড়ে বেলা তিনটায় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন।

লালদীঘিতে কেউ সমাবেশের অনুমতি পায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

২৫ অক্টোবর লালদীঘি ময়দানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডেকে মুখোমুখি অবস্থানে যায় আওয়ামী লীগ ও বিএনপি।

এ প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

এর মধ্যে বিকালে বিএনপির পেশাজীবীদের সমাবেশে বাধা দেয় পুলিশ। পরে নিষেধাজ্ঞা সত্ত্বেও পেশাজীবীরা বিএনপিকর্মীদের উপস্থিতিতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সমাবেশ করে লালদীঘিতেই সমাবেশ করার ঘোষণা দেয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ