নন্দীগ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে বিআরডিবি অফিসে আগুন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি,বগুড়া: নন্দীগ্রামে ১৪৪ ধারা ভেঙে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড (বিআরডিবি) অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে অফিসের দুটি কক্ষে রাখা কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা চত্বরের বিআরডিবি অফিসের একটি কক্ষের জানালা খোলা ছিল। শুক্রবার সকালে কে বা কারা জানালা দিয়ে অগ্নিসংযোগ করে। এতে অফিসের দুটি কক্ষের আসবাবপত্র ও কাগজ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে পারেনি।

প্রসঙ্গত, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নন্দীগ্রাম পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপেজলা প্রশাসন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ