সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, `এই সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। তারা আবারো বাকশাল কাযেম করতে চায়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা দলীয় লোক বসিয়েছে।  এ দেশের মানুষ বাকশাল কাযেমের জন্য মুক্তিযুদ্ধ করেনি।’

তিনি বলেন, ‘এই সরকার জনগণকে ভয় পায়। এজন্য সভা-সমাবেশ করতে দিচ্ছে না। আমাদের সমাবেশে পদে পদে বাধা দিচ্ছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেল চারটা ৪৫ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে খালেদা জিয়া উপস্থিত জনতার উদ্দেশে জানতে চান তারা কি কর্মসূচি চান কিনা। উপস্থিত নেতাকর্মীরা তখন স্লোগান দিয়ে কর্মসূচি চান। খালেদা আশ্বাস দেন, বক্তব্যের শেষ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেকের কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে ১৮দলীয় জোটের জনসভার কার্যক্রম শুরু হয়।

সরকারের মেয়াদ শেষে বহু নাটকীয়তার পর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় বিরোধী জোটের জনসভার কার্যক্রম শুরু হয়।

বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অন্যানের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল জাব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ