কক্সবাজারে বিজিবির গুলিতে নিহত ৩

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ  নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে জেলার চকরিয়া উপজেলার চিড়িঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।  এ সময় মিছিলে বিজিবি অর্ধশতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে তিনজন নিহত ও অর্ধশত জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, বাদশা মিয়া (৩০), মিজানুর রহমান (২৫) ও শাহেদ (৩৫)।

তারা ছাত্রদল কর্মী বলে জানিয়েছেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র হায়দার আলী।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ নির্দেশ ভেঙে জুমার নামাজের পর থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। বিজিবি সদস্যরা ওই মিছিলে বাধা দেওয়ার এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থলেই বাদশা, মিজানুর ও শাহেদ নিহত হয়। এসময় গুলিবিদ্ধ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিএনপি কর্মী নিহতের ঘটনায় পুরো চকরিয়া বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিজিবি-বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এরপর আবার মিছিলকারীদের ওপর গুলি চালায় বিজিবি। এতে অন্তত অর্ধশত লোকজন গুলিবিদ্ধ হয়। নিহতদের লাশ বিজিবি নিয়ে গেছে। তারা এ লাশ নিয়ে কি করবে তা জানা যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ