পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ফরিদপুরঃ জেলার নগরকান্দা সদরে পুলিশের গুলিতে মারুফ শেখ নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।

নগরকান্দা থানার ওসি আবদুল করিম জানান, রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার মিনার গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মারুফ শেখ (২২) ওই গ্রামেরই রাজু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মারুফ একজন যুবদলকর্মী।

এ ঘটনায় পুলিশের এসআই খলিলসহ আরও ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে ফাতেমা ও বাদল নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে মারুফ শেখ গুলিবিদ্ধ হয়ে ঘ্টনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে গৃহবধূ ফাতেমা ঘরের জানালা বন্ধ করতে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। এছাড়া গুলিবিদ্ধ হরতাল সমর্থক বাদলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ