বল এখন বিরোধী দলীয় নেত্রীর কোর্টে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর টেলি সংলাপে দেশে শস্তি ফিরে এসেছে উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বল এখন বিরোধী দলীয় নেতা বেগম জিয়ার কোর্টে। আশা করি তিনি সারা দেবেন। হরতাল প্রত্যাহার না করা হলেও আলোচনার দুয়ার খোলা আছে।
রোববার সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের উন্নয়ন সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, পৌনে পাঁচ বছরে বিএনপির হরতালে কোন অর্জনই নেই। অর্জনের খাতায় কিছুই যোগ হয়নি।
ওবায়দুল কাদের বলেন, তিনদিনের হরতালে জনদুর্ভোগ আর ভোগান্তি ছাড়া কিছুই দিতে পারেনি বিরোধী দল। হরতালে তাদের কোন দাবি আদায় হয়নি। শুধু ক্ষতি হয়েছে।
হরতাল প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, বিগত হরতালে বাস ড্রাইভার মরেছে। মুনুষের মুত্যু আর জনদুর্ভোড় ছাড়া কিছু হয়নি।
বিরোধী দলের উদ্যেশে ওবায়দুল কাদের বলেন, দেশের ১৬ কোটি মানুষকে কষ্ট আর শাস্তি দিচ্ছেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত করছেন, কোটি কোটি মানুষকে ভীতির মধ্যে রাখছেন। এ ধরনের আন্দোলন করে তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হবে।