জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি অর্থ বছরেই (জুন মাসের মধ্যে) মূল পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে মহাজোট সরকারের সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের বিগত সময়ের উন্নয়ন কর্মকা- নিয়ে অনুষ্ঠিত সভার আগে মন্ত্রী এ কথা বলেন।
পদ্মা মাওয়া পয়েন্টে অ্যাপ্রোস সড়কের কাজ শেষ পর্যায়ে। জাজিরা পয়েন্টেও কাজ চলছে। পদ্মা সেতুর মূল কাজ জুন মাসের মধ্যে শুরু হবে।
সড়ক বিভাগের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু সড়ক বিভাগেরই ৩৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্প মিলিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে। এর মধ্যে মেটোরেল ২২ হাজার কোটি, বিআরটিএ ২১শ কোটি, এলেঙ্গা-জয়দেবপুর চার লেন উন্নীতকরণ প্রকল্পে সাড়ে ২৭শ’ কোটি টাকার প্রকল্প রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ