যে কারণে হানিফকে সরিয়ে দেওয়া হল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হনিফকে প্রধানন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে রোববার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মাহাবুবুল আলম হানিফ তার গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জোর প্রস্তুতি চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে দু’সপ্তাহ আগে গণভবনে কুষ্টিয়ার তৃনমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে মাহাবুবুল আলম হানিফ তার এ প্রস্তুতির কথা জানান। প্রধানমন্ত্রী তার এ আসন থেকে মহাজোটের অংশিদার জাসদ নেতা হাসানুল হক ইনুকে মনোনয়ন দেওয়ার কথা জানান। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সকলের সামনেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সঙ্গে অসংযত আচরণ করেণ। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী হানিফের প্রতি ক্ষুব্দ হন। বিষয়টি নিয়ে গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকেও আলোচনা করা হয়। বৈঠকেও অনেকে তার আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। আজ এব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে একটি নির্দেশনা পাঠানো হয়।