আ’লীগ সংলাপ নিয়ে নাটক করছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘খালেদা জিয়া জাতির সঙ্গে বেঈমানী করেছে’ মাহবুবুল হানিফের এ বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা কখনোই সংলাপ চাননি। এখন টেলিফোন নাটক তৈরি করে এর দায় বিএনপির উপর চাপাতে চাইছে।’
১৮ দলের টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হরতালের সমর্থনে মিছিলকারীদের উপর গুলি চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ন হরতালের সমর্থনে মিছিলকারীদের উপর গুলিবর্ষন করা হয়েছে। এতে রাজশাহীতে ৪২ জন গুলিবিদ্ধ হয়েছে।’
মিছিলকারীদের উপর অবিলম্বে গুলি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী হরতালের সমর্থনে মিছিলকারিদের উপর সরাসরি গুলি চালাচ্ছে। গুলি চালানো বন্ধ না হলে আরও বেশি গণঅভ্যুথানের মাধ্যমে দেশ চরম পরিণতির দিকে পৌঁছুবে।’
তিনি বলেন, ‘সরকারের মন্ত্রীরা বলছেন হরতালকারীদের শক্তহাতে দমন করা হবে। শায়েস্তা করা হবে। এসব ভাষা সহিংসতার ভাষা। এসব কথা গণতান্ত্রিক দেশে গ্রহনযোগ্য হতে পারে না। এসব করে গণজাগরণকে দমানো সম্ভব হবে না।’
আমার সব সময় সংলাপ চেয়েছি এবং চাই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার চালকের আসনে রয়েছে। সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।’
প্রধানমন্ত্রীর ফোনের পর বিএনপি সরকারকে সংলাপের জন্য ফোন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংলাপের আমন্ত্রণ সরকার না বিরোধী দল জানালো সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে সংলাপ হবে কি হবে না।’
তিনি বলেন, ‘২৯ তারিখ হরতাল কর্মসূচি শেষ হবার আগে আলোচনায় যাবার কোন সুযোগ নেই।’ সৈয়দ আশরাফকে চিঠি দেওয়া হলেও তার কোন জবাব এখন পর্যন্ত পাননি বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার গ্রামীন ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সরকারিকরন করে গ্রামীন ব্যাংককে ধ্বংস করতে চায়। দেশের এমন কোন সম্মানিত ব্যাক্তি নেই যাদেরকে সরকার বিদ্রুপ করেনি। এটা তাদের স্বভাব। এই স্বভাবের জন্য তাদের প্রতি করুণা প্রকাশ ছাড়া কিছুই করার নেই।’