যুবদলের মিছিলে পুলিশের গুলিতে সাংবাদিক গুলিবিদ্ধ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর বংশালে যুবদলের মিছিলে পুলিশ গুলি চালিয়েছে। এতে চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মাসুদুর রহমান (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

হরতালের চলাকালে মঙ্গলবার সকাল ১০টায় কাজী আলাউদ্দিন রোডে এ ঘটনা ঘটে। মাসুদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় কাজী আলাউদ্দিন রোডে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে যুবদল। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান মাসুদুর রহমানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে থাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসান জানান, সাংবাদিক আহত হওয়ার ঘটনা তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে জানান। তিনি নয়াবাজার এলাকায় দায়িত্ব পালন করছেন।

এর আগে একই এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে দুলাল (৩৫) নামে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) এক পরিছন্নকর্মী আহত হয়েছেন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ