সংবিধানের বাইরে কোনো আলোচনা নয়

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক সঙ্কট নিরসনে বিরোধী দলের নেত্রী যেদিন আসবেন সেদিনই তার সাথে আলোচনা হবে। তবে সেই আলোচনার ভিত্তি হবে সংবিধান। সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না। কেননা কারো আবদার পূরণের জন্য জনগণ মহাজোটকে ভোট দেয়নি।

মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে খদ্দর মার্কেটের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি   এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কৃষকলীগের সহ-সভাপতি এম.এ.করিম ও আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ ।

বিরোধী দল হরতালের সমালোচনা করে তিনি বলেন, তাদের এই গণবিরোধী কর্মসূচী অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। কেননা আজ পর্যন্ত হরতাল আহবান করে কোনো অ্যাম্বুল্যান্স ও সংবাদকর্মীদের উপর হামলা করা হয়নি।

তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহবান জানিয়ে বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আলোচনায় বসুন। আসুন আমরা আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান করি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ