কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত ৩, আহত ২৫

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধুরুংবাজারে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আহত হয়েছেন আরও ২৫ জন। ঘটনাস্থল থেকে দুই পুলিশ নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের আবু আহম্মদ (৫৫) ও লেমশিখালী ইউনিয়নের আজিজুর রহমান (২০) ও পারভেজ (২৪)।

নিহতদের মধ্যে একজন জামায়াত ও দু’জন শিবির কর্মী বলে দাবি করেছেন উপজেলা জামায়াত সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী।

জানা গেছে, ১৮ দলের ডাকা টানা তিন দিনের হরতাল শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুরুংবাজারে প্রতিবাদ সমাবেশ করে ১৮ দলের নেতাকর্মীরা। মাগরিবের নামাজের পরপরই পুলিশ ওই মঞ্চ দখলে নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ব্যাপক গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবু আহম্মদ ও আজিজুর রহমান নিহত হন। সাড়ে ৭টার দিকে মারা যান গুলিবিদ্ধ মো. পারভেজ (২৪)।

এছাড়া গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন আরও ২৫ জন।

ধুরুং ইউপি চেয়ারম্যান মো. আজাদ সত্যতা স্বীকার করে  বলেন, ‘এ পর্যন্ত তিন জন নিহত ও আরও ছয়জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

এদিকে, সংঘর্ষ চলাকালে দু’পুলিশ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ