জাতিসংঘ মহাসচিবের শোক

indeex

ঢাকা, ২১ মার্চ-  রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এ রাজনীতিবিদ।

বান কি মুনের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রপতির শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশ সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের নিজস্ব ওয়েবসাইটে দেয়া হয়েছে এ তথ্য।

এদিকে বুধবার বান কি মুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশে আসন্ন নির্বাচনসমূহ ও অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়ার ব্যাপারেও আলোচনা করেন তারা। প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে নেমে এসেছে শোকের ছায়া। সর্বস্তরে শ্রদ্ধার পাত্র ছিলেন জিল্লুর রহমান। শুদ্ধ রাজনীতি চর্চার কারণে তিনি পরিণত হয়েছিলেন অভিভাবকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ