৬৩ হাজারের বেশি বেকারদের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কর্মসূচির আওতায় ৬৩ হাজার ১৫৬ বেকারদের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ৫৬ হাজার ৫৪ জন। এছাড়া রংপুর বিভাগের ৭টি জেলায় ৭ হাজার ১০২জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।’

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারী প্রতিষ্ঠানের সেবার পরিধি ও মান বৃদ্ধি পেয়েছে। নারীদের অংশগ্রহণও আশাব্যঞ্জক। সুবিধাভোগিদের এ অংশগ্রহণের ফলে সরকারি বিভিন্ন বিভাগে কর্মচাঞ্চলের সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘যুব ঋণ কর্মসূচির আওতায় সরকার ৯২ হাজার ৮৬৯ জন প্রশিক্ষিত যুবককে ৩২৪ কোটি ৩০ লাখ ৪৬ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ৪১টি ট্রেডে ৯ লাখ ৫১ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে”।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অসিত কুমার মুকুটমণি প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ