প্রধানমন্ত্রী লোক দেখানো ফোন করেছিলেন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সমঝোতা-সংলাপের জন্য নয়, প্রধানমন্ত্রী লোক দেখানোর জন্য বিরোধীদলীয়  নেতাকে টেলিফোন করেছিলেন।’

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘সমঝোতার মাধ্যমে সমাধান না হলে মানুষের জন্য রাজপথ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। সংলাপের দরজা খোলা আছে আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর দাওয়াত প্রত্যাখ্যান করেননি।’

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন ২৯ অক্টোবরের পর যেকোনো দিন আলোচনার জন্য রাজি আছেন।’

মওদুদ বলেন, ‘আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি। আমরা যেকোনো সময় আলোচনায় রাজি আছি। তবে আলোচনা হতে হবে নির্দলীয় সরকার নিয়ে। ’

সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘গিয়াস কামাল চৌধুরী ছিলেন একজন নির্লোভ, সাদা মনের নির্ভীক সাংবাদিক। তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ‘গিয়াস কামাল বলছি ভয়েস অব আমেরিকা ঢাকা, বাংলাদেশ’।

এই কণ্ঠ জাতি কখনো ভুলবে না। ভবিষ্যতে আমাদের সরকার ক্ষমতায় আসলে গিয়াস কামাল চৌধুরীর স্মৃতি ধরে রাখার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। ’

সংগঠনের সভাপতি মেজর (অব.) মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, কামরুজ্জামান সেলিম, মিয়া মোহাম্মদ আনোয়ার, আবদুর রহমান তপন, মঞ্জুর হোসেন ইসা, ড. নয়ন বাঙ্গালি, এম.এ হালিম, রকিবুল ইসলাম রিপন, শহীদুল ইসলাম রাজু, হালিমা খান লুসি, অধ্যাপক আ.স.ম মোস্তফা কামাল প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জকে গিয়াস কামাল মিলনায়তন করার প্রস্তাব করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ