প্রকাশ্যে মাঠে আসুন, একটু খেলি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি ও জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রকাশ্যে মাঠে আসুন। আপনাদের সঙ্গে একটু খেলি। দেখি কে জিতে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এক যৌথসভায় তিনি একথা বলেন।

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক জামাল উদ্দিনসহ ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা।

বিএনপি-জামায়াতের উদ্দেশে মায়া বলনে, ‘চোরাগুপ্তা হামলা ও বোমাবাজি ছেড়ে আপনারা প্রকাশ্যে মাঠে আসুন। আপনাদের সঙ্গে একটু খেলি। দেখি কে জিতে। জামায়াত-শিবিরকে নিয়ে বিএনপি নেত্রী বহুবার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তাদের ওই হীন স্বপ্ন কখনও সফল হবে না।’

২৫ অক্টোবর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবির নিয়ে সমাবেশ করে ও তাদের মুক্তি চেয়ে মুক্তিযুদ্ধরে মহান নিদর্শন সোহরাওয়ার্দী উদ্যানকে অপবিত্র করেছেন অভিযোগ করে মায়া বলনে, ‘৩ নভেম্বর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের নিয়ে সমাবেশ করে ওই উদ্যানকে পবিত্র করা হবে। সঙ্গে সঙ্গে চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

নির্বাচনে না আসলে বিএনপি ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর ওই নির্বাচনে সব রাজনৈতিক দলকে আসতে হবে। তা না হলে তারা ইতিহাসের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে।’

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘দাওয়াত পাগল’ আখ্যায়তি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দাওয়াত একবারই হয়। আবার দাওয়াত চাইতে আপনার লজ্জা লাগে না?  আমাদের দাওয়াত বহাল আছে। আপনি চাইলে আসতে পারেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ