সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ চলছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হরতালে ১৮ দলীয় জোটের নেতাকর্মী হত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জোটের উদ্যোগে সমাবেশ চলছে।
মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা এতে সভাপতিত্ব করছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, টানা ৬০ ঘন্টার হরতালে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা করে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের পঙ্গু, জখম, গ্রেফতার, বাসায় হামলা এবং ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয় ।
ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ১৮ দলীয় জোটের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২ টার পর সমাবেশ শুরু হয়।
সমাবেশে ১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ড. মঈন খান, এছাড়া জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মাওলানা আবদুল লতিফ নেজামী, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. জাহিদ, জামায়াত নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের সহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। শরীক দল জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরও উপস্থিতি দেখা যাচ্ছে।