আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে সমন্বয় সেল গঠন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকাসহ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৮নম্বর কক্ষে ‘আইন শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সমন্বয় সেলের টেলিফোন নম্বর-৯৫৭৬৩৪৩ এবং ফ্যাক্স-৯৫৭৪৫২৮ (কক্ষ-৩১৯,৩১৬)
বৃহস্পতিবার এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপসচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ (০১৭১৫০১৩২৪৩)।
যুগ্ম সচিব (রাজনৈতিক) মো. মোজাক্কের আলী (০১৮১৮৬৫৯৮০০) সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও এই সেল চালু রাখা হবে। এ কাজের জন্য ইতিমধ্যেই ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।