মুসফিকরা কালো ব্যাজ পরবে প্রথম ওয়ানডেতে

cri

 রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে তারা।

রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিনদিন জাতীয় পতাকা ও বিসিবি পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও ২৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাহুতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসময় জিল্লুর রহমানের পাশে ছিলেন।

বিসিবির শোকবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম শ্রীলঙ্কা থেকে বলেছেন,‘মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা সকলেই শোকাভিভূত। আমরাও তার পরিবারের সদস্যদের মতো সমব্যথী। তিনি কতটা ক্রিকেটানুরাগী ছিলেন তা প্রকাশ পায় আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাওয়া এবং বিপিএল উদ্বোধনীতে উপস্থিত হওয়ার মধ্যদিয়ে।’

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ