অবৈধ শ্রমিকদের বৈধকরণের মেয়াদ বাড়াবে না সৌদি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সৌদি আরব সেদেশে অবস্থিত অবৈধ শ্রমিকদের বৈধকরণের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ নভেম্বর থেকে সেদেশে অবৈধ শ্রমিকদের খোঁজে এক বিশেষ অভিযান শুরু হবে। খবর-ইউএনবি কানেক্ট।

জানা যায়, এর আগে সৌদি বাদশাহ আব্দুল্লাহ সেদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে  আসা শ্রমিকদের বৈধকরণের সুযোগ দিতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে প্রায় ৪০ লাখ বিদেশি নাগরিক তাদের কাগজপত্র বৈধ করতে সক্ষম হন। এর পর আর কোন সময় বাড়ানো হবে না বলে সরকারের তরফ থেকে জানানো হয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৪ নভেম্বর থেকে অবৈধ শ্রমিকদের ধরতে এক বিশেষ অভিযান শুরু হবে। অভিযানে দোষী সাব্যস্ত হলে অবৈধবাবে আসার জন্য দুই বছরের জেল ও এক লাখ সৌদি রিয়াল জারিমানা করা হবে।

তবে সৌদি আরবে ভারতীয় দূতাবাসে্র এক কর্মকর্তা বলেছেন, ৩ নভেম্বরে আগে যারা বৈধকরণের কার্যক্রম শুরু করেছেন তাদেরকে আটক করা হবে না বলে সৌদি সরকার তাদেরকে আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ